ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

এসএসসি

যে কারণে এবার পিছিয়ে সিলেট

নাসির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মে ৩০, ২০১৫
যে কারণে এবার পিছিয়ে সিলেট ফাইল ফটো

সিলেট: গত কয়েক বছরের তুলনায় এবার সিলেট শিক্ষাবোর্ডে মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) পাসের হার কমেছে। অবরোধ আর গণিতে ফেল করাসহ বিভিন্ন বিষয়কে কারণ হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা।



সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকবছর ধরে সিলেট বেশ ভালো অবস্থানে থাকলেও এবার ছন্দ পতনের পেছনে বিভিন্ন কারণ রয়েছে।

এরমধ্যে অবরোধে পরীক্ষার সূচি পরিবর্তন, পরীক্ষার সূচি না জানা এবং গণিতে ফেলের কারণে পাসের হার কমেছে।

ফলাফলে দেখা যায়, মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) এবার সিলেটে পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশ। আট বোর্ডের মধ্যে সিলেটের অবস্থান সবার শেষে।

আর ৯৪ দশমিক ৯৭ শতাংশ পাসের হার নিয়ে প্রথম স্থানে আছে রাজশাহী শিক্ষা বোর্ড। টানা উন্নতির পর এবারের এসএসসি পরীক্ষার ছন্দপতনের ফলে পুরানো অবস্থানেই দাঁড়ালো সিলেটে বোর্ড।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খান বলেন, গতবারের তুলনায় এ বছর সিলেটে পাশের হারও জিপিএ-৫ কমেছে। অবরোধে পরীক্ষার সূচি পরিবর্তন, পরীক্ষার সূচি না জানা এবং গণিতে ফেলের কারণে পাসের হার কমেছে।

‘এবার এসএসসি পরীক্ষায় শতকরা ৮১ দশমিক ৮২ভাগ শিক্ষার্থী পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫২ জন,’ যোগ করেন তিনি।  
এর আগে শনিবার (৩০মে) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এরমধ্যে ঢাকা বোর্ডে পাস করেছে ৮৮ দশমিক ৬৫ শতাংশ, বরিশালে ৮৪ দশমিক ৩৭ শতাংশ, কুমিল্লায় ৮৪ দশমিক ২২ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৭৭ শতাংশ,  দিনাজপুর বোর্ডে ৮৫ দশমিক ০৫ শতাংশ ও যশোরে ৮৪ দশমিক ০২ শতাংশ।

আর মাদ্রাসা বোর্ডে গড় পাসের হার ৯০ দশমিক ২০ শতাংশ ও কারিগরি বোর্ডে ৮৩ দশমিক ০১ শতাংশ।

গতবার আটটি সাধারণ বোর্ডে এসএসসিতে পাসের হার ছিল ৯২ দশমিক ৬৭, মাদ্রাসা বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৫ ও কারিগরি বোর্ডে পাসের হার
ছিল ৮১ দশমিক ৯৭ শতাংশ। তবে এবার মাদ্রাসা ও কারিগরি বোর্ডে পাসের হার বেড়েছে।

ফলাফলে দেখা যায়, এবার সিলেট বোর্ড মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ২৪ জন। এরমধ্যে ছেলে ৩২ হাজার ৪১৩ এবং  মেয়ে ৩৯ হাজার ৬১১।

সংশ্লিষ্টরা জানান, এবার এসএসসির ফলাফলে জিপিএ-৫ ও পাসের হার দুই সূচকেই পিছিয়ে পড়েছে সিলেট। সিলেটে এবার পাশ করেছে ৮১ দশমিক ৮২ শতাংশ।

যা গতবারের তুলনায় ৭ দশমিক ৪১ শতাংশ কম। ২০১৪ সালে এ বোর্ডে পাশের হার ছিল ৮৯ দশমিক ২৩ শতাংশ।

২০১৩ সালে এ হার ছিল ৮৮ দশমিক ৯৬, ২০১২ সালে ৯১ দশমিক ৭৮ এবং ২০১১ সালে ছিল ৮১ দশমিক ২৩ শতাংশ।

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ মজুমদার বলেন, সিলেটে শিক্ষার মান অনেকটা এগিয়েছে। তবে ঘাটতির বিষয়ে অনুসন্ধান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।