ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডের সেরা ২০ এ কুষ্টিয়ার ৩ স্কুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মে ৩০, ২০১৫
যশোর বোর্ডের সেরা ২০ এ কুষ্টিয়ার ৩ স্কুল

কুষ্টিয়া: মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে এ বছর কুষ্টিয়ার তিনটি বিদ্যালয় সেরা ২০ এ স্থান পেয়েছে।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৬ হাজার ৫৯৯ জন।

এর মধ্যে পাস করেছে ১২ হাজার ৯৭৪ জন। পাসের হার শতকরা ৭৮ দশমিক ১৬। এর মধ্যে জেলায় ৬ হাজার ৬৪৩ জন ছেলে এবং ৬ হাজার ৩৩১ জন মেয়ে পাস করেছে।

এবছর পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে সেরা ২০টি বিদ্যালয়ের মধ্যে কুষ্টিয়ার ৩টি বিদ্যালয় স্থান করে নিয়েছে। ৬ নম্বর স্থান অধিকার করেছে কুষ্টিয়া জিলা স্কুল, এ স্কুলে ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৭০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬৬ জন। পাসের হার ৮১ দশমিক ৮২ ভাগ।

অপরদিকে, কুষ্টিয়া বালিকা বিদ্যালয় ১২নং স্থান অধিকার করেছে। এ স্কুল থেকে ২৯৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৯২ জন। জিপিএ-৫ এ প্লাস পেয়েছে ১২৩ জন। পাসের হার ৭৫ দশমিক ৯২ ভাগ।

১৬ নং স্থান অধিকার করেছে পুলিশ লাইন স্কুল। এখানে ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৮ জন। পাসের হার ৭৪ দশমিক ২৪ ভাগ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।