ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডে সেরা ২০ এ নোয়াখালীর দুই স্কুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মে ৩০, ২০১৫
কুমিল্লা বোর্ডে সেরা ২০ এ নোয়াখালীর দুই স্কুল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৪তম স্থান অর্জন করেছে।

এবারের এসএসসিতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৯ উত্তীর্ণ হয়েছে।

পাসের হার শতকরা ৯৯.১২। এর মধ্যে ১৩৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বিজ্ঞান বিভাগ থেকে ১৮০ জন পরীক্ষা দিয়ে ১৭৯ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন। বাণিজ্য বিভাগ থেকে ১৫৭ জন পরীক্ষা দিয়ে ১৫৫ জন উত্তীর্ণ হয়েছে। ৯ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগ থেকে ৫ জন পরীক্ষা দিয়ে ৪ জন উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে, নোয়াখালী জিলা স্কুল ফলাফলের দিক থেকে কুমিল্লা বোর্ডে ১৮তম স্থান অর্জন করেছে। ৩৭১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ৩৬৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৯৮.৯২।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।