ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

জয়পুরহাটের আর বি স্কুল রাজশাহী বোর্ডে ১৯তম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
জয়পুরহাটের আর বি স্কুল রাজশাহী বোর্ডে ১৯তম

জয়পুরহাট: এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী বিভাগের সেরা ২০ স্কুলের মধ্যে ১৯তম স্থান দখল করেছে জয়পুরহাটের রামদেও বাজলা (আর বি) সরকারি উচ্চ বিদ্যালয়।

এ বিদ্যালয় থেকে মোট ২২৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২২৭ জন পাস করেছে।

এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন।

এবার জেলায় মোট ৬ হাজার ১৬০ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৫ হাজার ৮৯৯ জন। জেলায় মোট পাসের হার ৯৫ দশমিক ৭৩।

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৭৬০ এবং ছাত্রী সংখ্যা ৩ হাজার ৫৭ জন। এদের মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছে ৭৮২ জন।

জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আকতার বাংলানিউজকে জানান, ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ফল হয়েছে। আগামীতে আরো ভাল ফলাফলের আশা করি আমরা।

অপরদিকে, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ৩৯ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।