ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাকা বোর্ডে ৫ম টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক স্কুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
ঢাকা বোর্ডে ৫ম টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক স্কুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডে পঞ্চম স্থান অধিকার করেছে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

শনিবার (৩০ মে) ফলাফল প্রকাশের পর এ খবরে খুশির জোয়ার বয়ে যায় শিক্ষার্থী এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে।



চলতি বছর এ স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয় ৬৭৩ ছাত্র। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩০ জন। পাস করেছে শতভাগ শিক্ষার্থী।
এ সাফল্য প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম বাংলানিউজকে জানান, শিক্ষার্থীদের দায়িত্বশীল ও মনোযোগী শিক্ষাগ্রহণই এ সাফল্যের প্রধান কারণ। এর পেছনে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। এ ফলাফল ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।