ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

গোপালগঞ্জের সেরা এস এম মডেল স্কুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
গোপালগঞ্জের সেরা এস এম মডেল স্কুল

গোপালগঞ্জ: বরাবরের মতো এবারো এসএসসি পরীক্ষার ফলাফলে গোপালগঞ্জ জেলা শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় জেলায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

এ বছর এ স্কুল থেকে ২০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২০৭ জন পাসে করেছে।

পাসের হার শতকরা ৯৯ দশমিক ০৪।

এ বছর স্কুলটি থেকে বিজ্ঞান বিভাগে ১৩৭ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। এছাড়া ব্যবসায়  শিক্ষা থেকে ৬৭ জন ও মানবিক বিভাগ থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মোট পরীক্ষার্থীর  মধ্যে ২ জন অকৃতকার্য ও ২ জন অনুপস্থিত ছিল।

অপরদিকে, শহরের বীণাপানি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ৩৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। স্কুলটি থেকে ২১৪ পরীক্ষার্থী অংশ নিয়ে ২০৮ জন পাস হয়েছে। শতকরা পাসের হার ৯৭ দশমিক ২।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।