ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে সেরা ঝিনাইদহ ক্যাডেট কলেজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মে ৩০, ২০১৫
যশোর বোর্ডে সেরা ঝিনাইদহ ক্যাডেট কলেজ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: এ বছর এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে সেরা হয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ।

এ কলেজ থেকে বিজ্ঞান বিভাগের মোট ৪৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

এদের সবাই জিপিএ-৫ পেয়ে পাস করায় বোর্ড সেরার গৌরব অর্জন করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ।
 
প্রতিষ্ঠানটির অ্যাডজুটেন্ট মেজর ফয়সাল আবেদী হাসান বাংলানিউজকে জানান, শিক্ষার্থীদের এ ফলাফলের জন্য শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। শিক্ষকরা নিয়মিত ক্লাস নিয়েছেন ও গাইড করেছেন। গত বছরেও ঝিনাইদহ ক্যাডেট কলেজ সেরা স্থান অধিকার করেছিল।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।