ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে শীর্ষে বগুড়া পাবলিক ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মে ৩০, ২০১৫
রাজশাহীতে শীর্ষে বগুড়া পাবলিক ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ

রাজশাহী: রাজশাহী শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও শীর্ষস্থান দখল করে নিয়েছে বগুড়া। প্রথম ও দ্বিতীয় এ দুই সংখ্যা জুড়েই রয়েছে বগুড়ার একক আধিপত্য।



এর মধ্যে প্রথম হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

এখান থেকে ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২০ জন। বোর্ডে গতবার তৃতীয় স্থানে থাকা বগুড়া জেলা স্কুল এবার দ্বিতীয় হয়েছে। ২৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন পরীক্ষার্থী। তৃতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এখান থেকে ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডের সার্বিক বিবেচনায় সেরা ২০ প্রতিষ্ঠানের স্থান পাওয়া অন্য স্কুলগুলো হচ্ছে- রাজশাহী কলেজিয়েট স্কুল (৪র্থ), বগুড়া গভ. গালর্স হাইস্কুল (৫ম), পাবনা ক্যাডেট কলেজ (৬ষ্ঠ), রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৭ম), বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ (৮তম), রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয় (৯ম), বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজ (১০), রাজশাহী সরকারি ল্যাবরেটরি হাইস্কুল (১১), পাবনা জেলা স্কুল (১২), নওগাঁ সরকারি কে.ডি উচ্চ বিদ্যালয় (১৩), বগুড়া পল্লীউন্নয়ন একাডেমি ল্যাবরেটোরি স্কুল অ্যান্ড কলেজ (১৪), বগুড়া আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১৫), পাবনা গভ. গার্লস হাইস্কুল (১৬), সিরাজগঞ্জের মোমেনা আলী বিজ্ঞান স্কুল (১৭) পাবনার আলহেরা একাডেমি স্কুল (১৮ম), জয়পুরহাট আর. বি গভ. হাইস্কুল (১৯ম) এবং নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল (২০তম)।

** রাজশাহীর সেরা ১০-এ বগুড়ার ৭

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসএস/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।