ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

জেলা সেরা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মে ৩০, ২০১৫
জেলা সেরা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফাইল ছবি

ঠাকুরগাঁও: এবারের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার সেরা ১০ এর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ২১৭ জন।

পাসের হার শতভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন।

এদিকে, প্রতিবছরই জেলায় শীর্ষে স্থানে থাকলেও এবার ২য় স্থানে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ২২৪জন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন।

৩য় স্থানে পীরগঞ্জ বনিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পরীক্ষা দিয়েছে ৭২ জন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন।

৪র্থ স্থানে রানীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। ৫ম স্থানে নেকমরদ আলীমুদ্দিন সরকারি সরকারি উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। ৬ষ্ঠ স্থানে পীরগঞ্জ পাইলট হাইস্কুল, জিপিএ-৫ পেয়েছে ৫২ জন।

৭ম স্থানে ঠাকুরগাঁও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে ১৩জন। ৮ম স্থানে ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। নবম স্থানে ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। ১০ম স্থানে বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ২৭ জন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ৩০, ২০১৫
পিসি/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।