ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের অবনমন

স্টাফ করেসপন্ডেন্ট, বাংলানিজটোয়ন্টিফোর.কম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মে ৩০, ২০১৫
ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের অবনমন

ঢাকা: সদ্য প্রকাশিত মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে তিন ধাপ পিছিয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

এ বছর স্কুলটি থেকে ৫১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ফেল করেছে ৩ জন।

জিপিএ-৫ পেয়েছে ৩৮৫ জন।

ঢাকা শিক্ষাবোর্ডের এ শিক্ষাপ্রতিষ্ঠানটি মেধাস্থানে গত বছর ষষ্ঠ স্থান অর্জন করলেও, এবার তিন ধাপ অবনমন হয়ে নবম স্থানে রয়েছে।
 
জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৭৭ জন ও বাণিজ্য বিভাগে ৮ জন। ফেল করা ৩ জন তিন বিভাগের।

অধ্যক্ষ  ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সুবহানী ফলাফলের বিষয়ে বলেন, সর্বোপরি ফলাফল ভালো হয়েছে। রাজনৈতিক অস্থীতিশিলতার মধ্যেও ছেলেরা ভালো ফলাফল করেছে। আমরা প্রপার প্রস্তুতি দিতে পারিনি।

তিনি বলেন,  আমাদের তিনজন অকৃতকার্য হয়েছে, যা প্রত্যাশিত নয়। যেহেতু চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে, আমাদের ছেলেদের উচিত হবে চ্যালেঞ্জ করা। তাছাড়া আমরা কতোতম হলাম তা নিয়ে কখনো ভাবি না। আমার মেধাসম্পন্ন চৌকস ছাত্র তৈরিতে বিশ্বাস করি।

ঢাকা বোর্ডে এবার পাসের হার ৮৮.৬৫ শতাংশ। এ বোর্ডের মোট ৩৬ হাজার ৮০১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এসএসসিতে এ বছর পাসের হার ৮৭.০৪।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মে ৩০, ২০১৫/আপডেট: ১৫৪৮ ঘণ্টা
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।