ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

বোর্ড সেরা বরিশাল ক্যাডেট কলেজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মে ৩০, ২০১৫
বোর্ড সেরা বরিশাল ক্যাডেট কলেজ

বরিশাল: বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ৩৪২টি শিক্ষা প্রতিষ্ঠান এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বরিশাল ক্যাডেট কলেজ ৯১ পয়েন্ট পেয়ে সবার শীর্ষে রয়েছে।



এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৫৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।

এ তালিকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে দ্বিতীয় স্থানে। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়ে পাস করা ২৮৫ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২০৫ জন। বরিশাল জিলা স্কুল রয়েছে তৃতীয় অবস্থানে। এ স্কুল থেকে মোট পাস করা ২৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ১৭৪ জন জিপিএ-৫ পেয়েছে।

চতুর্থ স্থানে বরগুনার পাথরঘাটার তাসলিমা মেমোরিয়াল একাডেমি, পঞ্চম স্থানে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ষষ্ঠ স্থানে বরগুনার তালতলীর বগিরহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সপ্তম স্থানে রয়েছে পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়, অষ্টম স্থানে পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়, নবম স্থানে বরগুনার তালতলীর ছোট বাগি পিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১০ম স্থানে বরিশাল সদরের বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়।

এছাড়া ১১তম স্থানে রয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার কেএম লতিফ ইনস্টিটিউশন, ১২তম স্থানে ভোলা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ১৩ তম স্থানে ভোলা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১৪ তম পিরোজপুরের নাজিরপুরের কলারদনিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১৫তম স্থানে রয়েছে বরিশালের মুলাদির কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়, ১৬তম স্থানে বরিশালের বানারীপাড়ার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ১৭তম স্থানে বরিশালের বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ১৮তম স্থানে ঝালাকাঠির রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ১৯তম স্থানে পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ২০তম স্থানে বরগুনার আমতলী চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়।

শনিবার সকালে বরিশাল বোর্ডের সভা কক্ষে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ্ আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বোর্ডের সচিব আবদুল মোতালেব হাওলাদার।

এবছর এসএসসিতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৩৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছিলো ৭০ হাজার ৪ শত ৫৬ জন। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ২২৭ জন ও ছাত্রী ছিলো ৩৫ হাজার ২২৯ জন। এদের মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৪৪৬ জন। যার মধ্যে ছাত্র ২৯ হাজার ৫৫৭ জন এবং ছাত্রী পাস করেছে ২৯ হাজার ৮৮৯ জন। এবার এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

গত বছর এ বোর্ডের পাসের হার ছিলো ৯০.৬৬ ভাগ। গত বছরের চেয়ে এ বছরে পাসের হার কমেছে ৬ দশমিক ২৯ ভাগ এবং জিপিএ-৫ কমেছে ১ হাজার ৫৯১ জন।

এদিকে বরিশাল শিক্ষাবোর্ডের কোনো বিদ্যালয়ে পাসের হার শূন্য নেই বলে বোর্ড সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।