ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

ভোলায় পাস করেছে ৮ হাজার ১৫৮ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মে ৩০, ২০১৫
ভোলায় পাস করেছে ৮ হাজার ১৫৮ জন

ভোলা: ভোলার ১৫৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবছর এসএসসি পরীক্ষায় ৯ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে পাস করেছে ৮ হাজার ১৫৮ জন পাস করেছে।

যা শতাংশের হিসেবে ৮৫.৩৯ ভাগ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলে রয়েছে ৪ হাজার ৬৬৯ ও মেয়ে ৩ হাজার ৪৯৯ জন।
 
বশিলাল শিক্ষা বোর্ডের সেরা ২০ এর তালিকা স্থান পেয়েছে ভোলার দুই শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ১২তম হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ১৩তম হয়েছে সরকারি উচ্চ বিদ্যালয়।

বরিশালের বোর্ডের স্থানীয় পরীক্ষা নিন্ত্রয়ক শাহ আলমগীর বাংলানিউজকে জানান, বিভাগের এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৭১।

ভোলা জেলায় গতবছরের তুলনায় এবছর পাসে হার ৭ ভাগ কমেছে। বরাবরে মতই মেয়েদের তুলানায় এবার ছেলেদের পাসের হার বেশি।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এএটি/এসএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।