ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি’তে রোববার থেকে গ্রীষ্মকালীন ছুটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মে ২৮, ২০১৫
শাবিপ্রবি’তে রোববার থেকে গ্রীষ্মকালীন ছুটি

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) রোববার থেকে গ্রীষ্মকালীন ছুটি  শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার জুবায়ের আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম এবং ১১জুন পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) ক্যাম্পাস বন্ধ থাকায় ১৪ জুন (রোববার) থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এএএন/আরএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।