ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

কুবির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মে ২৭, ২০১৫
কুবির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (২৮ মে) । এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।



সংশ্লিষ্টরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হবে। পরে, আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

২০০৬ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাতটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ১৭টি বিভাগ ও প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষার্থী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মে ২৭, ২০১৫     
এমজেড/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।