ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ কাউন্সিলের উপ-পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মে ২৬, ২০১৫
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ কাউন্সিলের উপ-পরিচালক

রাজশাহী: বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গেছেন ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের উপ-পরিচালক ম্যাট পিউসি।

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা এম সাইদুর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।



মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সহযোগিতামূলক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. নূরুল হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শামীম আহসান পারভেজ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অর্থনীতি বিভাগের সভাপতি তারিক সাইফুল ইসলাম, ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর মো. শহীদুর রহমান ও ব্রিটিশ কাউন্সিলের সোসাইটি পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রামসের প্রধান সৈয়দ মাসুদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ২৬ মে, ২০১৫
এসএস/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।