ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মে ২৬, ২০১৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এসএম ইমামুল হক।

সোমবার (২৫ মে) রাতে নতুন উপাচার্য নিয়োগের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মনিরুল ইসলাম।



তিনি জানান, অধ্যাপক ইমামুল হককে আগামী চার বছরের জন্য উপাচার্যের দায়িত্ব দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

দীর্ঘ এক মাস সাত দিন পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ইমামুল হকের নাম ঘোষিত হলো।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষক অধ্যাপক হারুনর রশীদ খান বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ মে ভিসি পদে ড. হারুনর রশীদ চার বছর মেয়াদ পূর্ণ করে আগের কর্মস্থলে ফিরে যান।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।