ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতায় ইউএপি চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মে ২৫, ২০১৫
আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতায় ইউএপি চ্যাম্পিয়ন

ঢাকা: আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতায়-২০১৫ এ চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ফার্মেসী বিভাগ।
শনিবার (২৩ মে) সাউথইস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ফার্মা উৎসব-২০১৫’ শিরোনামের এ প্রতিযোগিতায় বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।



সোমবার (২৫ মে) ইউএপি’র সহকারী জনসংযোগ কর্মকর্তা বাচ্চু শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফার্মেসি বিভাগের নাহিয়া আক্তারের পরিচালনায় কুইজ বিজয়ী গ্রুপে আরও ছিলেন- নায়লা খাইরুন নাহার, মুছারাত নূর ও প্রিয়াংকা কর্মকার। বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার প্রদান করা হয়।

এছাড়া পোস্টার উপস্থাপনায়ও ইউএপি’র ফার্মেসী বিভাগের এক ছাত্রী পুরষ্কৃত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ২৫, ২০১৫
বিজ্ঞপ্তি/আরএম




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।