ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মে ২৫, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষা আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
সোমবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


 
সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ ডিসেম্বর ক্লাস শুরু হবে। আর ২০১৬ সালের নভেম্বর-ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
 
গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে দেড় বছর মেয়াদি ‘মাস্টার অব অ্যাডভান্সড স্ট্যাডিজ ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স’ বিষয়ে স্পেশাল মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম চালু হবে।
 
বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আসলাম ভূঁইয়া ও ড. মুনাজ আহমেদ নূর, কোষাধ্যক্ষ নোমান উর রশীদ ও বিভিন্ন বিভাগের ডিন উপস্থিত ছিলেন।
 
সভায় বিভিন্ন কলেজের অধ্যক্ষরাও বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।