ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ক্যাম্পাস থ্রিজি ডে শনিবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, মে ২২, ২০১৫
ঢাবিতে ক্যাম্পাস থ্রিজি ডে শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: সর্বাধুনিক থ্রিজি টেকনোলজির অপার সম্ভাবনা ও শিক্ষামূলক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সম্মুখ ধারণা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হবে ‘ক্যাম্পাস থ্রিজি ডে’।
 
শনিবার (২৩ মে) ঢাবির ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য-প্রযুক্তি সংসদ (ডিইউআইটিএস)।


বৃহস্পতিবার (২১ মে) টিএসসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
 
অনুষ্ঠানে থাকছে কুইজ প্রতিযোগিতা, কর্মশালা, সাফল্যের গল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। সহযোগিতায় রয়েছে এরিকসন বাংলাদেশ।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  ঢাবির তথ্য-প্রযুক্তি ইন্সটিটিউটের পরিচালক ও ডিইউআইটিএসের উপদেষ্টা ড. মুহাইমিন-আস সাকিব, রবির রিজিওনাল ম্যানেজার বিপ্লব ব্যানার্জী, এরিকসন বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মেহনাজ কবির প্রমুখ।
 
আয়োজকরা জানান, থ্রিজি নেটওয়ার্ক মানেই যে ইউটিউব আর ফেসবুক না, এ ধারণা বদলাতেই এ আয়োজন। এ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা জানবেন সর্বাধুনিক ইন্টারনেট প্রযুক্তির শিক্ষামূলক ব্যবহার। এছাড়াও কুইজ বিজয়ীদের জন্যে থাকছে ল্যাপটপ, ট্যাব, মোবাইল সেটসহ মোট ৩০টি পুরস্কার।
 
শনিবার সকাল ১১টায় শুরু হয়ে এ অনুষ্ঠান চলবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।  
 
বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, মে ২২, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।