ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

অনুষ্ঠিত হলো হরতালে স্থগিত পুরস্কার বিতরণী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মে ২১, ২০১৫
অনুষ্ঠিত হলো হরতালে স্থগিত পুরস্কার বিতরণী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা হরতাল ও অবরোধে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান হলেও স্থগিত হয়ে যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অবশেষে সমাপ্ত হল স্থগিত পুরস্কার বিতরণী পর্ব।



বৃহস্পতিবার (২১ মে) গাজীপুর মহানগরের ছায়াবীথি এলাকার প্রেসিডেন্সি স্কুলের প্রাঙ্গণে শেষ হলো প্রতিষ্ঠানটির স্থগিত পুরস্কার বিতরণী।

প্রেসিডেন্সি স্কুলের  চেয়ারম্যান মাওলানা ওয়াজ উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আনসার ভিডিপির অ্যাডজুট্যান্ট  সাইফুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে এম রিপন আনসারী। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ার হোসেন, ‘দেশ নদী বাঁচাও আন্দোলন’র সাধারণ সম্পাদক মনির হোসেন।

প্রেসিডেন্সি স্কুলের হেড অব একাডেমি ডা. বোরহান উদ্দিন অরণ্যের স্বাগত বক্তৃতায় শুরু হওয়া সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন গাজীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ গাজীপুর জেলা শাখার  সাধারণ সম্পাদক মোস্তাফা হোসেন আজাদ, চন্দ্র বিন্দু থিয়েটারের সহ-সভাপতি কে এইচ শাওন, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার হাসিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ২১, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।