ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

২৩ থেকে ২৮ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছুটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মে ২১, ২০১৫
২৩ থেকে ২৮ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছুটি ফাইল ফটো

রাজশাহী: গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসসমূহ আগামী ২৩ মে শনিবার থেকে ২৮ মে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। ৩০ মে থেকে অফিসসমূহ যথারীতি চলবে।



বৃহস্পতিবার (২১ মে) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৭ মে থেকে শুরু হওয়া গ্রীষ্মকালীন ছুটির কারণে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো আগামী ২১ মে থেকে ২৯ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আজ বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হয়েছে। ৩০ মে সকাল ৯টায় পুনরায় হলগুলো খুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, ৭ মে থেকে রাবিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। চলবে ৩১ মে পর্যন্ত।

এর মধ্যে ২১ থেকে ২৮ মে পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধও থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মে ২১, ২০১৫
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।