ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

প্রশ্ন ফাঁসকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মে ২১, ২০১৫
প্রশ্ন ফাঁসকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা

ঢাকা: চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে টঙ্গী শফিউদ্দিন সরকার অ্যাকাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে টঙ্গী থানায় মামলাটি দায়ের করা হয়।



সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রসায়ন পরীক্ষা চলাকালীন নৈর্ব্যক্তিক পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগেই প্রশ্ন ফাঁস করেন ওই শিক্ষক।

শফিউদ্দিন কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র টঙ্গী কলেজে প্রশ্ন পাঠান তিনি। এ সময় বিষয়টি হাতে নাতে ধরে ফেলে শিক্ষা বোর্ডের পরিদর্শক দল। এরপর সব দায়িত্ব থেকে শহিদুল ইসলামকে অপসারণ কর‍া হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে টঙ্গী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে শিক্ষা বোর্ড।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ২১, ২০১৫
এমএন/এসএন/এমজেএফ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।