ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

গোপালগঞ্জে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১৫
গোপালগঞ্জে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে ঢাকা বিভাগীয় আঞ্চলিক এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার।



গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ২২টি স্কুল ও কলেজের দেড় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে কম্পিউটার প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের মোট ৮টি ভেন্যুতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।