ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট ও শাবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মে ১৪, ২০১৫
শাবিপ্রবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে নিয়ে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (১৪মে) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ভবন চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।



মানববন্ধন শেষে বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন বলেন, সংসদ সদস্যের বক্তব্য এ বিশ্ববিদ্যালয় তথা সারাদেশের শিক্ষকদের মনে আঘাত এনেছে।

এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তারা বলেন, শিক্ষকদের এভাবে অপমান করার অধিকার কারও নেই। আমরা তার এ বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাই।

সমাবেশে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গণি, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক মো. ইউনুছ, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক আনোয়ারুল ইসলাম দীপু, অধ্যাপক ড. সাজেদুল করিম, ড. আব্দুল আউয়াল বিশ্বাস, অধ্যাপক নাজিয়া চৌধুরী, ড. আশরাফুল আলম, ড. মো. ইকবাল, ভারপ্রাপ্ত প্রক্টর মো. এমদাদুল হক প্রমুখ।

সম্প্রতি ফেঞ্চুগঞ্জে এক অনুষ্ঠানে ড. জাফর ইকবালকে নিয়ে কট‍ূক্তি করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ