ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে পিজিডি ইন আইসিটি প্রোগ্রামে ভর্তি শুরু

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মে ১৪, ২০১৫
বাকৃবিতে পিজিডি ইন আইসিটি প্রোগ্রামে ভর্তি শুরু

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্পিউটার সায়েন্স ও ম্যাথমেটিক্স বিভাগ থেকে এক বছর মেয়াদি পিজিডি ইন আইসিটি প্রোগ্রামে  ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১১তম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

পিজিডি ইন আইসিটি প্রোগ্রামের পরিচালক সহযোগী অধ্যাপক মুহাম্মদ মোস্তাগিজ বিল্লাহ জানান, পিজিডি ইন আইসিটি কোর্সে ভর্তির জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে অনার্স বা সমমান ডিগ্রি এবং এসএসসি হতে অনার্স পর্যন্ত সব পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে।



১০ জুনের মধ্যে আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.bau.edu.bd/pgd) গিয়ে পূরণ করে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে (বিলার আইডি-৩৪৪) পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ৫০৫ টাকা জমা দিতে হবে।

৭০ নম্বরের লিখিত পরীক্ষা ১৩ জুন শনিবার কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের গ্যালারিতে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে মোট ৫৫ জন প্রার্থীকে ওই প্রোগ্রামে ভর্তি করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ