ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানকে যবিপ্রবি ভিসির অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মে ১৪, ২০১৫
নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানকে যবিপ্রবি ভিসির অভিনন্দন অধ্যাপক আব্দুল মান্নান

যশোর: নবনিযুক্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানকে অভিনন্দন জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সাত্তার।

বুধবার (১৩ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান।



বিজ্ঞপ্তিতে যবিপ্রবি ভিসি বলেন, আমরা নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একইসঙ্গে আশা প্রকাশ করছি, তিনি যবিপ্রবিসহ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। আমরা তার সুস্থ ও দীর্ঘজীবন কামনা করি।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ