ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

ডিমলায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মে ১৩, ২০১৫
ডিমলায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় পরীক্ষার হল থেকে দুই ছাত্রকে বের করে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৩ মে) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।



এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের শাস্তি না হওয়া পর্যন্ত পরীক্ষা ও ক্লাস বর্জনের ঘোষণা দেয়।
 
শিক্ষার্থীদের অভিযোগ, গত সোমবার ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে ফি না দেওয়ায় কারণে ইংরেজি বিভাগের প্রভাষক জহুরুল ইসলাম দুই ছাত্রকে গালিগালাজ করে হল থেকে বের করে দেন।

বিষয়টি জানাজানি হলে বুধবার মনোবিজ্ঞান পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা কলেজের সামনে একঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

এ সময় বক্তব্য রাখেন, একাদশ শ্রেণির ছাত্র মাহামুদার রহমান রাকিব, উদয় সরকার, ইব্রাহিম কামাল রনি, নাগর রায়, মহিম ইসলাম, শাকিল ইসলাম, জাহাঙ্গীর আল, বেলাল হোসেন প্রমুখ। তারা ওই শিক্ষকের শাস্তি দাবি করেন।

এ বিষেয়ে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাসিম হায়দার অপু বাংলানিউজকে বলেন, দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আগামী ১৯ মে জরুরি সভা ডাকা হয়েছে। সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ