ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

জাবি স্টুডেন্টস ফিল্ম সোসাইটির সভাপতি আরিফ, সম্পাদক নাসিব

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৫
জাবি স্টুডেন্টস ফিল্ম সোসাইটির সভাপতি আরিফ, সম্পাদক নাসিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক রেজা মোহাম্মদ আরিফকে সভাপতি ও ইংরেজি বিভাগের ৪০তম আবর্তনের শিক্ষার্থী আল-নাসিব জেলানিকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৩ মে) জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটির দপ্তর সম্পাদক মুশফিকুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



‍বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ মে সংগঠনের এক সাধারণ সভায় ২০১৫-১৬ বর্ষের জন্য এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সনেট সাদাত, তাপস রায়, মাহবুব আলম, নাঈমুল হাসান, রাউফুর রাহিম, সাদ আল ফারাবী, শাওন কৈরী, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসাইন, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান, অর্থ-সম্পাদক শিফাত আমরীন, প্রচার সম্পাদক আলভী নাভিদ অর্নব, প্রকাশনা বিষয়ক সম্পাদক ওয়ালীউল্লাহ বাশার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ কে এম জাকারিয়া, প্রদর্শনী বিষয়ক সম্পাদক নবীন হক, আর্কাইভ বিষয়ক সম্পাদক শুভ সরকার।

ওই কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক সদস্য শরীফ এম শফিক, হাসান মানসুর চাতক, মাহমুদ শোয়েব এবং মাকসুদ সজিব।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ