ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মে ১২, ২০১৫
শাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতীকী

শাবিপ্রবি: লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সমাবেশ থেকে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালযে সিনেট সদস্য মাহমুদউস সামাদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সমাবেশ শেষে একটি র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালযে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


এদিকে, ক্যাম্পাসে জাফর ইকবালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধারণ শিক্ষার্থীদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

গত শনিবার ফেঞ্চুগঞ্জে এক মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও শাবিপ্রবির সিনেট সদস্য মাহমুদউস সামাদ চৌধুরী ড. মুহম্মদ জাফর ইকবালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মে ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ