ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

ভারতের আইআইটি-বিইউ শিক্ষা চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মে ১২, ২০১৫
ভারতের আইআইটি-বিইউ শিক্ষা চুক্তি

ঢাকা: ভারতের আইআইটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা, বৃত্তি ও গবেষণা বিষয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) শিক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
 
মঙ্গলবার (১২ মে) আইআইটি’র সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

আইআইটি ভারতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।
 
আইআইটি’র পক্ষে ড. খেরে এবং বিইউ’র পক্ষে উপ-পরিচালক কাজী তাইফ সাদাত চুক্তি স্বাক্ষর করেন।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান সাদিক ইকবালসহ আইআইটি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
চুক্তির অংশ হিসেবে বিইউ’র ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা এডিবি, জাতিসংঘ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় আইআইটিতে যে সকল গবেষণাকর্ম পরিচালিত হচ্ছে তাতে যৌথভাবে কাজ করার সুযোগ পাবেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মে ১২, ২০১৫
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ