ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৫
জবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যারয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে আর নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।



বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন হয়।
 
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন মাশরাফী, সহকারী অধ্যাপক ময়েনুল হক প্রমুখ।

আলোচনায় অংশগ্রহণ করেন বিভাগের সহকারী অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর, তারিক হোসেন খান, প্রভাষক নিবেদিতা রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২ ঘণ্টা, মে ১৪, ২০১৫
আইএএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।