ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

মঙ্গলবার জাবিতে ‘সর্বাত্মক ছাত্র ধর্মঘট’

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মে ১১, ২০১৫
মঙ্গলবার জাবিতে ‘সর্বাত্মক ছাত্র ধর্মঘট’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বর্ষবরণের দিন যৌন নিপীড়নের ঘটনার দোষীদের বিচার দাবিতে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতারের প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’।

মঙ্গলবার (১২ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধর্মঘট পালন করবে তারা।



সোমবার(১১ মে) দুপুরে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র সংগঠক সুজা-উদ-দৌলা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সুজা-উদ-দৌলা বলেন, ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ষবরণের দিন যৌন নিপীড়নের ঘটনার পর ২৭ দিন অতিবাহিত হয়ে গেছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন বা রাষ্ট্র কোনো দৃশ্যমান ও কার্যকর ভূমিকা নেয়নি। উপরন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরকারের পেটোয়া পুলিশ বাহিনী বর্বরোচিত হামলা ও গ্রেফতারের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন জাবি’র ৩৯ তম আবর্তনের শিক্ষার্থী তন্ময় ধর। এ আন্দোলনের সময় গ্রেফতার করা হয়েছে জাবি নৃবিজ্ঞান বিভাগের ৪০তম আবর্তনের শিক্ষার্থী দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল ও বাংলা বিভাগের ৪৩ তম আবর্তনের শিক্ষার্থী আরিফুল ইসলাম অনিককে।

এ পরিস্থিতিতে আমরা সর্বাত্মক ছাত্র ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয়েছি।

এছাড়া মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় জাবি প্রান্তিক গেট থেকে মশাল মিছিল ও বুধবার (১৩ মে) রেজিস্ট্রার ভবন ঘেরাও ও অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীকে এসব কর্মসূচিতে অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ১১ মে, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।