ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষক লাঞ্ছিত

দোষী পুলিশকে স্থায়ী বরখাস্তে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, মে ১১, ২০১৫
দোষী পুলিশকে স্থায়ী বরখাস্তে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাকিব আহমেদের ওপর হামলার ঘটনায় জড়িত ট্রাফিক সার্জেন্ট ইমরানকে স্থায়ীভাবে বরখাস্তে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ঢাবিসাস)।

রোববার (১০ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আলটিমেটাম দেন ঢাবিসাস সভাপতি মাসুম বিল্লাহ।



ঢাবিসাসের সাবেক সভাপতি রাকিব আহমেদের ওপর হামলাকারী পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আখতার সুলতানা।

ট্রাফিক সার্জেন্টের এ ধৃষ্টতার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, পুলিশের কাজ মানুষকে সেবা দেওয়া কাউকে হেনস্থা বা জিম্মি করে ঘুষ আদায় নয়। কিন্তু কিছু পুলিশ সদস্য সরকার এবং পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করার হীন অপচেষ্টায় একের পর এক অপকর্ম করে যাচ্ছে।

অবিলম্বে রাকিব আহমেদের ওপর হামলাকারী সার্জেন্ট ইমরানের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান তারা।

ঢাবিসাসের সাধারণ সম্পাদক সানাউল হক সানীর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, সিনিয়র সাংবাদিক নাদিয়া শারমিন, আলী আসিফ শাওন প্রমুখ।

সাংবাদিক সমিতির সদস্যরা ছাড়াও মানবন্ধনে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, মে ১১, ২০১৫
এসএ/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।