ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

বোরকা পরে ছাত্রী হলে প্রবেশের দায়ে সিকৃবি’র ৩ শিক্ষার্থী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মে ১০, ২০১৫
বোরকা পরে ছাত্রী হলে প্রবেশের দায়ে সিকৃবি’র ৩ শিক্ষার্থী বহিষ্কার

সিলেট: বোরকা পরে ছাত্রী হলে প্রবেশ ও অনৈতিক কর্মকাণ্ডের দায়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, ভেটেনারি অ্যানিমেল সায়েন্স বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র শাহ জামাল হোসেন সবুজ।

অপর দু’জন ওই বিভাগের একই বর্ষের ছাত্রী কামরুন্নাহার ও আকলিমা বেগম।

তাদের মধ্যে জামাল হোসেন সবুজকে আজীবন ও কামরুন্নাহার ও আকলিমা বেগমকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

রোববার (১০ মে) সিকৃবি রেজিস্টার বদরুল ইসলাম সোয়েব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে।
রেজিস্টার বদরুল ইসলাম সোয়েব বাংলানিউজকে এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
 
সিকৃবি’র একটি সূত্র জানায়, এ বছরের ২৪ জানুয়ারি জামাল হোসেন সবুজ বোরকা পরে সোহাসিন দাশ ছাত্রী হলে প্রবেশ করেন। ঘটনাটি জানাজানির পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির প্রতিবেদনের পর ৩০ এপ্রিল সিকৃবি’র বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় ‘অর্ডিনেন্স ফর স্টুডেন্স’ বিধি অনুযায়ী বোরকা পরে ছাত্রী হলে প্রবেশ ও অনৈতিক কর্মকাণ্ডের দায়ে ওই তিন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মে ১০, ২০১৫
এনইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।