ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

ধুনটে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ৭, ২০১৫
ধুনটে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অর্থায়নে বগুড়ার ধুনট উপজেলায় স্নাতক ও সমমানের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টার দিকে ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপবৃত্তির এ  টাকা বিতরণ করেন আলহাজ হাবিবর রহমান এমপি।



ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু মারজান মোহাম্মদ শাহজাহান, ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার ৬টি কলেজ ও ৩টি মাদ্রাসার ৩৮২জন শিক্ষার্থীর মাঝে ৪ হাজার ৯০০ টাকা করে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ০৭, ২০১৫ 
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।