ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

রুয়েটে গ্রীষ্মকালীন ছুটি বৃহস্পতিবার থেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মে ৬, ২০১৫
রুয়েটে গ্রীষ্মকালীন ছুটি বৃহস্পতিবার থেকে

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বৃহস্পতিবার (০৭ মে) থেকে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোশাররাফ হোসেন বুধবার (০৬ মে) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি বলেন, রুয়েটে গ্রীষ্মকালীন ছুটি বৃহস্পতিবার থেকে শুরু হবে। চলবে ২২ মে পর্যন্ত। এ সময়ে সব ধরনের ক্লাস ও একাডেমিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। তবে পূর্বেঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ মে থেকে ১৩ মে পর্যন্ত প্রশাসনিক কর্মকাণ্ড চলবে। এ সময় অফিসের সময়সূচি হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

তবে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত সব অফিসও বন্ধ থাকবে। কেবল জরুরি বিভাগগুলোতে সীমিত পরিসরে কর্মকাণ্ড চলবে। গ্রীষ্মকালীন অবকাশ শেষে ২৩ মে থেকে রুয়েটে সব প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ড শুরু হবে।

রুয়েটে নতুন ডিন নিয়োগ
রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোশাররাফ হোসেন আরও জানান, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. রফিকুল ইসলাম শেখকে নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০৩ এর ২৩ (৫) ধারা অনুযায়ী তাকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়া একই দিন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শহীদ উজ জামানকে কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।