ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

ইবিতে পথনাটক ‘যোগফল শূন্য’

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মে ৬, ২০১৫
ইবিতে পথনাটক ‘যোগফল শূন্য’

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘যোগফল শূন্য’ নামে একটি পথনাটক প্রদর্শিত হয়েছে।  
 
বুধবার (০৬ মে) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ নাটক প্রদর্শন করে বিশ্ববিদ্যালয় থিয়েটার (বিথি)।


 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুই দফায় বিশ্ববিদ্যালয় ডায়না চত্বরে পথনাটকটি  প্রদর্শন করে থিয়েটারের কর্মীরা।
 
প্রথমে সকাল ১১টার দিকে এবং পরে দুপুর ১টার দিকে একই স্থানে নাটকটি প্রদর্শন করে তারা। এ সময় শত শত শিক্ষার্থী নাটকটি উপভোগ করেন।
 
বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি ইমাদ উদ্দিনের পরিচালনায় ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল মামুনের তত্বাবধানে নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- আসাদুল্লাহ আল মামুন, মিনহাজ, আরিফা, জুবায়ের, সুমাইয়া শাম্মী, শাওন, সেলিম ও তানভীর।
 
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।