ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষিকাকে লাঞ্ছিত

জবি ছাত্র আজীবন বহিষ্কার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মে ৫, ২০১৫
জবি ছাত্র আজীবন বহিষ্কার

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষিকা লুবনা জেবিনকে লাঞ্ছিত করার ঘটনায় জবি ছাত্র মো. আরজ মিয়াকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরজ মিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র ও জবি ছাত্রলীগের সহ-সম্পাদক।



মঙ্গলবার (০৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশনের (৫৯১৬/২০০৮) রায়ে বর্ণিত নির্দেশনার আলোকে একটি অভিযোগ কমিটি গঠন করে জবি কর্তৃপক্ষ। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর ১১ (১০) ধারায় বর্ণিত উপাচার্য প্রদত্ত ক্ষমতাবলে আরজকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

গত ২৬ এপ্রিল দুপুরে জবি ছাত্রলীগের সহ-সম্পাদক আরজ জবি শিক্ষিকা লুবনা জেবিনের পথরোধ করেন। এ সময় ওই ছাত্রলীগ নেতা তাকে ধাক্কা দেন, কাপড় ধরে টানাটানি করেন ও চড় মারেন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘন্টা, ০৫ মে, ২০১৫ ইং
আইএএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।