ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে আন্তঃহল সাঁতার প্রতিযোগিতা শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মে ৫, ২০১৫
রাবিতে আন্তঃহল সাঁতার প্রতিযোগিতা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী আন্তঃহল সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় সুইমিং পুলে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।



বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিক্স ও অ্যাকুয়াটিক্স সাব-কমিটির সভাপতি প্রফেসর নীলুফার সুলতানার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সায়েন উদ্দিন আহমেদ, ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন।

অ্যাথলেটিক্স ও অ্যাকুয়াটিক্স সাব-কমিটির ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী মোট ১৭ ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।