ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

বিটিইবি কর্মচারী ইউনিয়ন নির্বাচনে রজব-বাসেদ প্যানেলের জয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, মে ১, ২০১৫
বিটিইবি কর্মচারী ইউনিয়ন নির্বাচনে রজব-বাসেদ প্যানেলের জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৫-২০১৭ মেয়াদের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩০ এপ্রিল’২০১৫) অনুষ্ঠিত এ নির্বাচনে রজব-বাসেত পরিষদ প্যানেল সব ক’টি পদেই জয় পেয়েছে।

পরাজিত হয়েছে তাফাজ্জল-মন্ডল পরিষদ।

ঘোষিত ফল মোতাবেক মো. রজব আলী সভাপতি, মো. সিরাজ মিয়া সহ-সভাপতি, মো. আব্দুল বাসেত- সাধারণ সম্পাদক, মো. ছামিদুল ইসলাম আজিম-সহ সাধারণ সম্পাদক, মো. কফিল উদ্দীন-সাংগঠনিক সম্পাদক, মো. রোস্তম আলী-কোষাধ্যক্ষ, আরমান ইসলাম-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও মো. আবুল কাশেম দপ্তর সম্পাদক পদে জয় পেয়েছেন।

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক(সনদ) মো. আব্দুর রাজ্জাক।

একইদিন সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, মে ০১, ২০১৫
এসই/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।