ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি-ম্যাকুয়ার যৌথ গবেষণা প্রকল্প নিয়ে আলোচনা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
ঢাবি-ম্যাকুয়ার যৌথ গবেষণা প্রকল্প নিয়ে আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অস্ট্রেলিয়ার ম্যাকুয়ার ইউনিভার্সিটির মধ্যে আইন বিষয়ে যৌথ পিএইচডি ডিগ্রি, অনুষদ সদস্য ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ম্যাকুয়ার ইউনিভার্সিটির ল’ স্কুলের ডিন অব ল’ অধ্যাপক নাটালি ক্লেইন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

ঢাবি উপাচার্য’র কার্যালয়ে এক সাক্ষাতে তারা এ আলোচনা করেন।

সাক্ষাতকালে তারা নিজেদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ইতোমধ্যে যৌথ কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভবিষ্যতে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এসএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।