ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে স্টুডেন্টস ক্লাবের যাত্রা শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
রাবিতে স্টুডেন্টস ক্লাবের যাত্রা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্টুডেন্টস ক্লাব অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।



উদ্বোধন ঘোষণা করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ও অর্থ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম আখতার জাহান।

বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক জয়ন্তী রানী বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

সেখানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর নীলুফার সুলতানা, ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন।

বক্তারা বলেন, স্টুডেন্টস ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অর্জন এবং ক্যারিয়ার উন্নয়নের প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তাদের পেশাগত মানোন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশির বাইরে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে এই ধরনের সংগঠন। সংগঠনটি সাফল্যের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন শিক্ষার্থী নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ এবং সহকারী পুলিশ সুপার কামরুন্নাহারকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ক্লাবের আহ্বায়ক ও বিভাগের সহকারী অধ্যাপক উজ্জ্বল হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগের শিক্ষার্থী কাজী আয়তুল কুরশী ঐশী।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।