ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

ফাটলে ইডেন কলেজ হলে মৌলিক সমস্যা হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
ফাটলে ইডেন কলেজ হলে মৌলিক সমস্যা হয়নি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: রাজধানীর ইডেন মহিলা কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে ফাটল ধরার ফলে মৌলিক কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ইডেন মহিলা কলেজের শেখ ফজিলাতুন্নেসা হল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।



শিক্ষামন্ত্রী বলেন, ভূমিকম্পে ফজিলাতুন্নেসা হলে ফাটল দেখা দিয়েছে। আমাদের ইঞ্জিনিয়াররা প্রাথমিকভাবে পরীক্ষা করে জানিয়েছেন, ফাটল ধরার ফলে ভবনের মৌলিক কোনো সমস্যা হয়নি।

এটি বাংলাদেশের সবচেয়ে বড় হল। এখানে হাজারের বেশি ছাত্রী থাকেন। তাদের জীবনের ঝুঁকি আমরা নিতে পারি না। তাই ইঞ্জিনিয়াররা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার পরই আমরা পরবর্তী সিদ্ধান্ত নিবো, বলেন নাহিদ।

শিক্ষামন্ত্রী এক ঘণ্টারও বেশি সময় ধরে ফজিলাতুন্নেসা হল পরিদর্শন করেন। এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা বলেন, আশা করছি, আগামীকালের মধ্যেই আমরা চূড়ান্ত প্রতিবেদন তৈরি করতে পারব।

ইডেন মহিলা কলেজের প্রিন্সিপাল হোসনে আরা বেগম বলেন, আমরা এখানকার ছাত্রীদের বাকি চারটি হলে সরিয়ে নিয়েছি। কেউ কেউ আত্মীয়-স্বজনদের বাসায় উঠেছে। তবে হলটিতে এখন তেমন কোনো ঝুঁকি নেই।

তবে এ হলের ছাত্রীরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাছাড়া দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ায় ছাত্রীরা বেশি সমস্যা পড়েছেন।

এ বিষয়ে ওই হলের আবাসিক ছাত্রী ও ইডেন কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী নুসরাত বলেন, আর একদিন পর থেকেই আমাদের ফাইনাল পরীক্ষা শুরু হয় হচ্ছে। কিন্তু হলে থাকতে পারছি না। পড়াশুনায় খুব সমস্যা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
ইউএম/আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।