ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

রাজাপুরে ভূমিকম্পে ২ স্কুলে ফাটল, আতঙ্কে শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
রাজাপুরে ভূমিকম্পে ২ স্কুলে ফাটল, আতঙ্কে শিক্ষার্থীরা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভূমিকম্পের প্রভাবে ৫০নং পুটিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।

এতে ওই দুই বিদ্যালয়ে আতঙ্কের মধ্যে প্রথম সাময়িক পরীক্ষা দিচ্ছে কোমলমতি শিশুরা।

স্কুল দুটিতে অন্য কোনো ভবন না থাকয় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই পরীক্ষা নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা।

৫০নং পুটিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ভূমিকম্পে ২নং ভবনের টিনশেড ভবনের প্রতিটি জানালার ‍পাশে ও বিভিন্ন স্থানে অসংখ্য ফাটল দেখা দিয়েছে। এতে দুর্ঘটনার শঙ্কার মধ্যে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, বিকল্প কক্ষ না থাকায় প্রথম থেকে তৃতীয় শ্রেণির দেড় শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা ঝুঁকি নিয়েই নিতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দুলাল কৃষ্ণ হালদার বাংলানিউজকে জানান, ওই দুই স্কুলের ফাটলের বিষয়ে তিনি অবগত আছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।

এদিকে, কয়েক দফা ভূমিকম্পে উপজেলার আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক ভবনে ফাটলের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।