ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

ভূমিকম্পে নিহতদের স্মরণে হাবিপ্রবিতে প্রার্থনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
ভূমিকম্পে নিহতদের স্মরণে হাবিপ্রবিতে প্রার্থনা

দিনাজপুর: নেপালে ভূমিকম্পে নিহতসহ নেপালের বাসিন্দাদের জন্য দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রার্থনা করেছে নেপালি শিক্ষার্থীরা।  
 
সোমবার (২৭ এপ্রিল) রাতে হাবিপ্রবি ক্যাম্পাস এলাকায় মোমবাতি জ্বালিয়ে এ প্রার্থনা করা হয়।

 
 
নেপালে ভূমিকম্পে নিহতদের শান্তির জন্য রাতে ওয়াজেদ ভবনের সামনে থেকে একটি মোমবাতি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে পুনরায় ওয়াজেদ ভবনের সামনে আসে।  
 
এ সময় হাবিপ্রবির নেপালি শিক্ষার্থীরা দশ মিনিট নিরবতা পালন করেন ও নিহতের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন।  
 
নেপালে ভূমিকম্পে নিহত নেপালিদের আত্মার শান্তির জন্য করা প্রার্থনায় অন্য শিক্ষার্থীরাও অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।