ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে মাস্টার্সে নতুন ২ বিষয়ে ডিগ্রি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
বাকৃবিতে মাস্টার্সে নতুন ২ বিষয়ে ডিগ্রি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশে প্রথমবারের মতো খাদ্য নিরাপত্তা বিষয়ে মাস্টার্স সমমানের নতুন দুইটি কোর্স চালু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রতিষ্ঠান ইন্টারডিসিপ্লিনারি সেন্টার ফর ফুড সিকিউরিটি (আইসিএফ)।

সোমবার আইসিএফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইসিএফের অধীনে এই দুই বিষয়ে ডিগ্রি করা হবে বলে জানানো হয়।



সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে আইসিএফের সভাকক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিএফের পরিচালক অধ্যাপক ড. মো. আলী আকবর, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক মাহফুজা বেগম, অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ ও পিএইচডি শিক্ষার্থী মো. হায়দার।

আইসিএফের পরিচালক অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, ২০১৩ সালে বাকৃবি সিন্ডিকেটে এ প্রতিষ্ঠান অনুমোদন পায়। স্নাতকোত্তর শ্রেণিতে ইন্টার্নশিপ এমএস ইন সাসটেনেবল এগ্রিকালচার এবং প্রফেশনাল এমএস ইন ফুড সিকিউরিটি নামে এই দুটি বিষয় যোগ হয়েছে। যা বাংলাদেশে প্রথম।

এছাড়াও এই প্রতিষ্ঠানের আওতায় খাদ্য নিরাপত্তার সর্ম্পকিত বেশকিছু স্বল্পমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে।

অধ্যাপক হারুনুর রশীদ বলেন, চলতি বছরের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের কৃষি সংশ্লিষ্ট সব বিশ্ববিদ্যালয়ের স্নাতক  সম্পন্নকারী শিক্ষার্থীরা অনলাইনে আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

এমএসইন সাসটেনেবল এগ্রিকালচার কোর্সে  আসন সংখ্যা ২০ এবং এমএসইন ফুড সিকিউরিটি কোর্সে ৪০।

এছাড়াও ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য আইসিএফের নিজস্ব ওয়েবসাইট http:icf-bau.com থেকে অথবা ০১৭৯৭৪৬৯০৭৩ নম্বরে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।