ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন নিপীড়নের অভিযোগ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
জবিতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন নিপীড়নের অভিযোগ

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফররেশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছে বিভাগের দশম ব্যাচের এক ছাত্রী।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে ছাত্রীসহ তার পিতা-মাতা উপাচার্যের কাছে এ লিখিত অভিযোগ করেন।



এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে শিক্ষকের বিচার করা হবে। এ ব্যাপারে রেজিস্ট্রার ওহেদুজ্জামানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
আইএএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।