ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

শিক্ষা

ভাণ্ডারিয়ায় শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
ভাণ্ডারিয়ায় শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কলেজ শিক্ষককে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাঞ্ছিত করার প্রতিবাদে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ফরিদপুরের সরকারি কলেজ শিক্ষকরা।

সম্প্রতি ভাণ্ডারিয়া সরকারি কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষায় দায়িত্বরত পর্যবেক্ষক (ইনভিজিলেটর) সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দিনকে লাঞ্ছিত করেন ওই  নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর প্রতিবাদে রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে দশটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহাবুবুর রহমান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এম এম শহিদুল ইসলাম লিটু, সরকারি সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসিনা বানু, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, কমার্শিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ আব্দুল মালেক, সরকারি ইয়াসিন কলেজের উপাধ্যক্ষ মো. ফজলুল হক খান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা সাধারণ সম্পাদক মো. লিটন মোল্লা প্রমুখ।

বক্তারা অবিলম্বে শিক্ষককে লাঞ্ছিতকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও’র শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসএইচএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।