ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

শিক্ষা

গণবিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের বিভাগীয় নির্বাচন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
গণবিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের বিভাগীয় নির্বাচন অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেধাবী ছাত্রদের মধ্যে অনাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি ও বিকাশের লক্ষে গণবিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদের বিভাগীয় পর্যায়ের নির্বাচন।

শনিবার (২৫ এপ্রিল) সাভারে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ছাত্র সংসদ নির্বাচন।



বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের মধ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চলছে ১৫ প্রার্থীর মধ্যে। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ১৭ প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ১শ’ ৯২ জন।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ছাত্র সংসদের এই নির্বাচনে প্রথান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।