ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীন

শাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
শাবিতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীন

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আসছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রের প্রদর্শনীকালে তিনি উপস্থিত থাকবেন।



বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটির আয়োজনে শুক্রবার ও শনিবার বিকেল ৩টায় ও সন্ধ্যা ৬টায় পৃথকভাবে চলচ্চিত্র দুটি দেখানো হবে।

চোখ ফিল্ম সোসাইটির সভাপতি দিপংকর বলেন, ছবিটির প্রথম শো’তেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। শিক্ষার্থীদের মধ্যে বেশ সাড়া পাওয়া যাচ্ছে।

‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রটি শাবি ক্যাম্পাসসহ সিলেটের বিভিন্ন স্থানজুড়ে দৃশ্যায়ন করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।